Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

(ক) শিক্ষিত/অর্ধ শিক্ষিত বেকার যুবদের প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা।

(খ) বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান।

(গ) প্রকল্প গ্রহনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা।

(ঘ) যুবঋণ সহায়তা প্রদান।

(ঙ) যুব সংগঠনকে তালিকাভূক্ত করন ও অনুদান প্রদান। 

 

 

 

 

সেবার বিবরণঃ

সেবার নির্ধারিত মূল্য বিনামূল্য

সেবা দানের সময়

কিভাবে পাবেন

প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

বিনা মূল্যে

লক্ষ্য মাত্র অনুযায়ী

বছর ব্যাপি

উদ্বুদ্ধ করণসহ বিজ্ঞপ্তির মাধ্যমে

যুবঋণ (প্রধান কার্যালয় হতে বরাদ্দ সাপেক্ষে ও ঘূর্ণায়মান তহবিল হতে)

১০/-

লক্ষ্য মাত্র অনুযায়ী

বছর ব্যাপি

প্রকল্পগ্রহণকারী যুব আবেদনের মাধ্যমে

আত্মকর্মসংস্থান কর্মসূচী

বিনা মূল্যে

লক্ষ্য মাত্র অনুযায়ী

বছর ব্যাপি

প্রশিক্ষণ প্রাপ্তদের উদ্বুদ্ধ করনের মাধ্যমে

যুব সংগঠনের তালিকাভুক্তি করণ

বিনা মূল্যে

বছর ব্যাপি

আবেদনের মাধ্যমে

অনুদান

বিনা মূল্যে

প্রতি বছর

বিজ্ঞপ্তির মাধ্যমে